জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান
শিল্পীঃ
প্রান্তি
জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান
কোন লাইনে গেলে পাবে বলবে তারে কে এখন,
ও, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান।
কোন লাইনে গেলে পাবে বলবে তারে কে এখন,
ও, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান।
কোথা থেকে ছেড়ে এলো যেতে
হবে কতদূর
কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিনপুর?
কবে হবে লাইন কিলিয়ার? ডাকবে কবে মহাজন?
ও, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান।
প্রেম আগুনে চলে গাড়ি জ্বলে জ্বলে ফুরায় দম,
সিগনালে তার থামতে হলে থাকবে না যে সময় কম,
কোথায় আছে দমের মালিক? বল আমারে বল না মন।
ও, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান।
জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান
কোন লাইনে গেলে পাবে বলবে তারে কে এখন,
ও, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান।
কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিনপুর?
কবে হবে লাইন কিলিয়ার? ডাকবে কবে মহাজন?
ও, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান।
প্রেম আগুনে চলে গাড়ি জ্বলে জ্বলে ফুরায় দম,
সিগনালে তার থামতে হলে থাকবে না যে সময় কম,
কোথায় আছে দমের মালিক? বল আমারে বল না মন।
ও, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান।
জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান
কোন লাইনে গেলে পাবে বলবে তারে কে এখন,
ও, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে ইষ্টিশান।
No comments:
Post a Comment