test add

কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না [সাবিনা ইয়াসমিন / সৈয়দ আব্দুল হাদী] / Kew Kono din amareto kotha dilona [Sabina Yasmin/ Abdul Hadi]

কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না
-------------সাবিনা ইয়াসমিন/ সৈয়দ আব্দুল হাদী
            কথাঃ আমজাদ হোসেন
           সুরঃ আলাউদ্দিন আলী



কি করে বলিব আমার মনে বড় জ্বালা
মনে বড় জ্বালা
কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না
বিনি সুতার মালাখানি গাঁথা হইলো না।।
এই জ্বালা যে এমন জ্বালা
যায় না তারে বলা
বুঝতে গেলে সোনার অঙ্গ পুড়ে হবে কালা
লালন মরলো জল পিপাসায়
থাকতে নদী মেঘনা
(আমার) হাতের কাছে ভরা কলস

তৃষ্ণা মেটানা।।
ভালোবাসার অপরাধে হয়েছিলাম দোষী
তাই বলে কি থেমেছিলোবলো
তাই বলে কি থেমেছিলো কদম তলার বাঁশী
দংশীলে পিরিতের বিষে
ওঝা মেলে নারে
এই মরণ যে সুখের মরণ
দেখলাম জনম ভরে।।

No comments:

Post a Comment