test add

মাটিরও পিঞ্জিরার মাঝে (হাছন রাজা, সেলিম চৌধুরী)/ TMatir o pinjirar majhe (Hason Raja, Selim Chowdhury)

মাটিরও পিঞ্জিরার মাঝে
শিল্পীঃ হাছন রাজার, সেলিম চৌধুরী





মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে
মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে
মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে
লালে ধলায় হইলাম বন্দী পিঞ্জিরার ভিতরে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
মজবুতও পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া
উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া
কিসের দেশ কিসের খেশ কিসের মায়া দয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

হাছন রাজায় ডাকতো যখন ময়না আয় রে আয়
হাছন রাজা ডাকতো যখন ময়না আয় রে আয়
এমনও নিষ্ঠুরও ময়না আর কি ফিরা চায় রে

কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মাটিরও পিঞ্জিরার মাঝে (হাছন রাজা, সেলিম চৌধুরী)/ TMatir o pinjirar majhe (Hason Raja, Selim Chowdhury)


তোমার ইচ্ছে গুলো(কনা,আকাশ)/ TOMAR ICCHE GULO (KONA AND AKASSH) -LYRICS

তোমার ইচ্ছে গুলো
শিল্পীঃ কনা,আকাশ


তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো , 
আমার ভালো লাগা , ভালোবাসা , 
তোমায় দেবো আরো । - [ ২ বার ] 

তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো , 
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো । 
তোমার স্বপ্ন গুলো আমার চোখে 
হচ্ছে জড়সড় । 


তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো , 
আমার ভালো লাগা , ভালোবাসা , 
তোমায় দেবো আরো ।

তোমার আবেগ মাখা খামখেয়ালী 
আঁটছে আমার পিছু , 
আমার আসা যাওয়ার পথের বাঁকে 
পাইনি অন্য কিছু ।  - [ ২ বার ] 


তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো , 
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো । 
তোমার স্বপ্ন গুলো আমার চোখে 
হচ্ছে জড়সড় । 


তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো , 
আমার ভালো লাগা , ভালোবাসা , 
তোমায় দেবো আরো ।

আমার হৃদয় যেন বানভাসি হয় 
তোমার স্রোতের টাণে 
আমি তোমার কাছে যাবোই যাবো 
একলা থাকার দিনে । - [ ২ বার ] 


তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো , 
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো । 
তোমার স্বপ্ন গুলো আমার চোখে 
হচ্ছে জড়সড় । 


তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো , 
আমার ভালো লাগা , ভালোবাসা , 
তোমায় দেবো আরো ।


তোমার ইচ্ছে গুলো(কনা,আকাশ)/ TOMAR ICCHE GULO (KONA AND AKASSH)