test add

আমার মল্লিকাবনে (রবীন্দ্রনাথ ঠাকুর)/Amar Mollikabone (Rabindranath Tagore)

আমার মল্লিকাবনে
------রবীন্দ্রনাথ ঠাকুর





আমার   মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি ॥
          তখনো কুহেলীজালে,    
          সখা,   তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি ॥
এখনো বনের গান,   বন্ধু হয় নি তো অবসান
              তবু   এখনি যাবে কি চলি ।
              ও মোর   করুণ বল্লিকা,
              ও তোর   শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি ॥




আমার   মল্লিকাবনে  (রবীন্দ্রনাথ ঠাকুর)/Amar Mollikabone (Rabindranath Tagore)

জীবন যখন শুকায়ে যায় (রবীন্দ্রনাথ ঠাকুর)/Jibon Jokhon Shukaye jai (Rabindranath Tagore)

জীবন যখন শুকায়ে যায়
------রবীন্দ্রনাথ ঠাকুর


জীবন যখন শুকায়ে যায়
       করুণাধারায় এসো।
সকল মাধুরী লুকায়ে যায়,
       গীতসুধারসে এসো।
                    কর্ম যখন প্রবল-আকার
                    গরজি উঠিয়া ঢাকে চারি ধার,
                    হৃদয়প্রান্তে হে জীবননাথ,
                           শান্তচরণে এসো।
আপনারে যবে করিয়া কৃপণ
কোণে পড়ে থাকে দীনহীন মন,
দুয়ার খুলিয়া হে উদার নাথ,
       রাজ-সমারোহে এসো।
                           বাসনা যখন বিপুল ধুলায়
                           অন্ধ করিয়া অবোধে ভুলায়
                          ওহে পবিত্র, ওহে অনিদ্র,
                                  রুদ্র আলোকে এসো।


জীবন যখন শুকায়ে যায় (রবীন্দ্রনাথ ঠাকুর)/Jibon Jokhon Shukaye jai (Rabindranath Tagore)