test add

চিপ নৌকো (তাহসান, কণা)/ Ceep Nouko (Topu, Kona)

চিপ নৌকো
শিল্পী- তাহসান ও কণা


আমার চিপ নৌকোয় এসো
ও অন্য মেয়ে
আড়াল দেয়াল রেখোনা
আমার চিপ নৌকোয় এসো
ও অন্য মেয়ে
দেখো চোখের তারায় জলকণা
আমার চিপ নৌকোয় এসো
দেখো লাজুক লিরিক কল্পনা।
আরন্যক পৃথিবী এক
সে সবার মত নয়
তাই লাজুক লিরিক গুলো অগোচালই রয়
অদ্ভূত তার ভুলগুলো
চোখের তারায় ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা।
আমি অতি সাধারন অনিন্দ্য কিছু নয়ই
তোমার দেখার চোখ টাই অবাক
তাই এমন মনে হয়
অদ্ভূত এই ভুলগুলো চোখের তারার ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা।
তোমার চিপ নৌকোয় যাবে সেই অন্য মেয়ে
তুমিও আড়াল রেখো না।
তোমার চিপ নৌকোয় যাবে সেই অন্য মেয়ে
লাজুক লিরিক আর কল্পনা।
আমার চিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে
দেখ চোখের তারায় জলকণা
আমার চিপ নৌকোয় এসো
লাজুক লিরিক আর কল্পনা।

চিপ নৌকো (তাহসান, কণা)/ Ceep Nouko (Topu, Kona)

তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি (তপু, ন্যান্সি )/ KTomai dilam vubon dangar hasi (Topu, Nancy)

তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি
শিল্পীঃ তপু ও ন্যান্সি 




সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি,
তোমায় দিলেম মধ্যদিনের, টিনের চালের বৃষ্টি রাশি,
আর দিলেম রৌদ্রধোয়া, সবুজ ছোঁওয়া পাতার বাঁশি,
মুখে বললাম না, বললাম না ভালবাসি।
সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি।
হারাব হৃদয় টানে, ভালবাসার একটু মানে,
ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি,
আবেগেই মেঘের ভেতর, পৃথিবীর সব আদর,
তুমি হবে আমার ভেবেই দুচোখ বুজি,
প্রজাপতি হৃদয়টাই আমাতে নেই,
এ যে কি হল আমার,কোথায় আমি ভাসি।।
তোমাকেই,তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।।
সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি।


তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি (তপু, ন্যান্সি )/ KTomai dilam vubon dangar hasi (Topu, Nancy)

কানামাছি(সুমি, পিন্টু ঘোষ, চিরকুট)/ Kanamachi (Sumi, Pintu Ghosh, Cirkut)

কানামাছি
গানের কথাঃ সুমি (চিরকুট ব্যন্ড )
কন্ঠশিল্পীঃ পিন্টু ঘোষ
সংগীত পরিচালনায়ঃ ব্যন্ডঃ চিরকুট
চলচ্চিত্রঃ টেলিভিশন
পরিচালনাঃ মোস্তফা সারোয়ার ফারুকি




সত্য কি তেতো
সেকি জীবনের মত
বেচেও মোরা নাকি বিভেদের ক্ষত
মিথ্যা কি ভুল
নাকি নীল নোনা জ্বল
দেখতে কেমন সে বলো কতটা অতল!
কানামাছি মিথ্যা কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত।।
তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই
তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ!
কানামাছি মিথ্যা কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
কানামাছি মিথ্যা কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত।।


কানামাছি(সুমি, পিন্টু ঘোষ, চিরকুট)/ Kanamachi (Sumi, Pintu Ghosh, Cirkut)