test add

দিল আমার (তানজীব, মেঘলা) / Dil Amar (Tanjib, Meghla)


দিল আমার
কণ্ঠ-তানজীব ও মেঘলা 
সুর ও কথা - তানজীব সারোয়ার
সংগীত - সাজিদ সরকার




দিল আমার কিছু বোঝেনা
ও দিল আমার 
দিল আমার কিছু বোঝেনা ।।
দিল ডাকিয়া
দিল ডাকিয়া কয় মোরে
এক নজর তোরে দেখি বসিয়া
লইয়া যাইয়ো দিল দেশে
কইও কথা নিশিতে
হলুদিয়া ফুলবনে
আসমু সাজি দিল টানে
ওরে ও দিলওয়ালি 
তোর চোখের পানি
সইতে নারে পারি
ওরে ও চাঁদমুখি 
মন চান্দের হাসি
পাগলা বীণের বাঁশি
ডাকিও ডাকিও 
ভিন দেশে ডাকিও
উড়ালে নামিব উঠানে
আসিও আসিও
পিঁড়িতে বসিয়ো
দিল দিয়া ভালবাসিমু


দিল আমার (তানজীব, মেঘলা) / Dil Amar (Tanjib, Meghla)

চল বদলে যাই (আইয়ূব বাচ্চু) / Colo Bodle Jai (Aiyub Bacchu)


চল বদলে যাই
শিল্পীঃ আইয়ূব বাচ্চু




সেই তুমি কেন এত অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি,
কিভাবে এত বদলে গেছি এই আমি,
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে ----
চল বদলে যাই
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।
কতরাত আমি কেদেছি, বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।
যতবার ভেবেছি ভুলে যাবো, আরও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি, ভুলে যেতে আামি পারিনা
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।


চল বদলে যাই  (আইয়ূব বাচ্চু) / Colo Bodle Jai (Aiyub Bacchu)



আলো (তাহসান) / Alo (Tahsan)


আলো
 
শিল্পীঃ তাহসান




তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার

স্তব্ধ সময়টাকে ধরে রেখে,
স্মৃতির পাতায় শুধু তুমি আমার

কেন আজ এত একা আমি?
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না
রোমন্থন করি ফেলে আশা
দৃশ্যপট স্বপ্নে আঁকা

লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়তো ভবিষ্যতের আড়ালে

ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এত একা কেন

আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না....

আলো  (তাহসান) / Alo (Tahsan)



মেঘমিলন (তানজীব, সোমা) / Meghomilon (Tanjib, Soma)

মেঘমিলন
তানজীব ও সোমা



শীতল বাতাসে দেখেছি তোমায়
মেঘমিলনে চেয়ে রাগ করো না
মন চাই তোমায় আজই রাতে
রাতেই
রাতেই।।
বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
ভিজেছি আমই একাই
আসতো যদি এই বিভীষিকা
খুঁজেও পেতে না আমায়
মেঘমিলনে চেয়ে রাগকরো না
মন চাই তোমায় আজই রাতে
রাতেই
রাতেই।।
ঝুম ঝুম পাতালি হাওয়া সাথী
খুজেছি শুধুই তোমায়
পিছাতে পারে নি ঝড়ো হাওয়া
খুঁজে নিয়েছি তোমায়
ভুলে গিয়েছি মন শত অভিমান
মন চাই তোমায় কাছে পেতে
মেঘমিলনে চেয়ে রাগকরো না
মন চাই তোমায় আজই রাতে
রাতেই
রাতেই।।


মেঘমিলন (তানজীব, সোমা) / Meghomilon (Tanjib, Soma)

কেন হঠাৎ তুমি এলে (তাহসান) Keno Hothat tumi ele (Tahsan)

কেন হঠাৎ তুমি এলে
শিল্পীঃ তাহসান
নীলপরী নিলাঞ্জনা



বড় অবেলায় পেলাম তোমায়
কেন এখনি যাবে হারিয়ে ?
কি করে বলো রব একলা
ফিরে দেখো আছি দাঁড়িয়ে
কেন হঠাৎ তুমি এলে ?
কেন নয় তবে পুরোটা জুড়ে
আজ পেয়ো ও হারানো যায় না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে
শুনছো কি তুমি আমাকে 
ছিলে আমার হয়ে পুরোটাই
 
যাবে কোথায় রেখে আমায়
 
এ পথ চলায় তোমাকেই চাই
তোমাকে ভেবে পৃথিবী আমার 
অদেখা তবু একে যাই
 
আমার ভেতর শুধু তুমি
 
আর তো কিছু পায়নি ঠাই
কেন হঠাৎ তুমি এলে ?
কেন নয় তবে পুরোটা জুড়ে
আজ পেয়ো ও হারানো যায় না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে


কেন হঠাৎ তুমি এলে (তাহসান) Keno Hothat tumi ele (Tahsan)

প্রেম তুমি (তাহসান) / Prem Tumi (Tahsan)

প্রেম তুমি
--তাহসান


আমার কল্পনা জুড়ে চেয়ে গল্পেরা ছিলো 
আড়ালে সব লুকানো 
সেই গল্পেরা সব,রঙিন হলো পলকে 
তোমাকে হটাথ পেয়ে যেনো 
প্রেম তুমি আসবে এভাবে 
আবার হারিয়ে যাবে ভাবিনি 
আজও আছে সেই পথ শুধু নেই তুমি 
বলো কোথায় আছো অভিমানী।।
অভিমানী!

সব থেকেও কি যেনো নেই 
তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে 
আমার ভালোলাগা গুলো সব 
তোমায় ভেবে সাজে রোজ রোজ এই মনে। 
প্রেম তুমি আসবে এভাবে 
আবার হারিয়ে যাবে ভাবিনি 
আজও আছে সেই পথ শুধু নেই তুমি 
বলো কোথায় আছো অভিমানী।।
চেয়ে থাকা দূর বহুদূর 
যে পথে আজও রয়েগেছো সৃতির পাতায় 
এসোনা আর একটি বার 
সপ্ন যত সাজাতে আবার শুনছ কি আমার
প্রেম তুমি আসবে এভাবে 
আবার হারিয়ে যাবে ভাবিনি 
আজও আছে সেই পথ শুধু নেই তুমি 
বলো কোথায় আছো অভিমানী। ।

প্রেম তুমি (তাহসান) / Prem Tumi (Tahsan)