test add

এত কষ্ট(জেমস,শওকত আলি ইমন,কাবির বাকুল)/ Eto Kosto (James,Shouquat Ali Imon,Kabir Bakul)


এত কষ্ট
শিল্পীঃ জেমস
সূরঃ শওকত আলি ইমন
কথাঃ কাবির বাকুল



এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা।
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা। (২ বার)

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী! (২ বার)

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী! (২ বার)

অন্তরা
কি ঝড়ে পড়েছি একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে।
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে।  (২ বার)

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী! (২ বার)

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী! (২ বার)