test add

সব কথা বলা হলো (হেমন্ত মুখার্জী)/ Shob Kotha Bola Halo (Hemanta Mukharjee)





শিল্পীঃ হেমন্ত মুখার্জী
সুরকারঃ মুকুল দত্ত
গীতিকারঃ হেমন্ত মুখার্জী

সব কথা বলা হলো
বাকি রয়ে গেল শুধু বলিতে
যে কথা মনের কথা
কতবার থেমে গেছি
বলিতে বলিতে বলিতে বলিতে।।
সব পথ শেষ হলো
আর বাকি নাই পথ চলিতে
তোমার আঙিনাটুকু
পার হতে থেমে গেছি
কতবার চলিতে চলিতে চলিতে।।
সব পাখি গান গায়
সব পাখি দিন শেষে
ফিরে গো কুলায়।
পুড়ে মরে সারাদিন
আকাশে আকাশে
আমার মনের পাখি
কোনোদিন ফিরে না খাঁচায়।
সব কথা শোনা হলো
বাকি রয়ে গেল শুধু শুনিতে।
যে কথা মনের কথা
কতবার হারায়েছি
শুনিতে শুনিতে শুনিতে শুনিতে।।
যারে চাই সেও নাই
আমার মনের আর
কোনো খোঁজ নাই।
ফিরবে না কোনোদিন
ডেকোনা ডেকোনা
নতুন আকাশ পেয়ে
আজ বুঝি ভুলেছে আমায়।
সব কথা বোঝা গেল
এইটুকু পারিনি তো বুঝিতে।
অবুঝ মনের পিছে
এ জীবন গেল কে যে
খুঁজিতে খুঁজিতে খুঁজিতে খুঁজিতে।।