শিল্পীঃ হেমন্ত মুখার্জী
সুরকারঃ মুকুল দত্ত
গীতিকারঃ হেমন্ত
মুখার্জী
সব কথা বলা হলোবাকি রয়ে গেল শুধু বলিতেযে কথা মনের কথাকতবার থেমে গেছিবলিতে বলিতে বলিতে বলিতে।।সব পথ শেষ হলোআর বাকি নাই পথ চলিতেতোমার আঙিনাটুকুপার হতে থেমে গেছিকতবার চলিতে চলিতে চলিতে।।সব পাখি গান গায়সব পাখি দিন শেষেফিরে গো কুলায়।পুড়ে মরে সারাদিনআকাশে আকাশেআমার মনের পাখিকোনোদিন ফিরে না খাঁচায়।সব কথা শোনা হলোবাকি রয়ে গেল শুধু শুনিতে।যে কথা মনের কথাকতবার হারায়েছিশুনিতে শুনিতে শুনিতে শুনিতে।।যারে চাই সেও নাইআমার মনের আর
কোনো খোঁজ নাই।ফিরবে না কোনোদিনডেকোনা ডেকোনানতুন আকাশ পেয়েআজ বুঝি ভুলেছে আমায়।সব কথা বোঝা গেলএইটুকু পারিনি তো বুঝিতে।অবুঝ মনের পিছেএ জীবন গেল কে যেখুঁজিতে খুঁজিতে খুঁজিতে খুঁজিতে।।
কোনো খোঁজ নাই।ফিরবে না কোনোদিনডেকোনা ডেকোনানতুন আকাশ পেয়েআজ বুঝি ভুলেছে আমায়।সব কথা বোঝা গেলএইটুকু পারিনি তো বুঝিতে।অবুঝ মনের পিছেএ জীবন গেল কে যেখুঁজিতে খুঁজিতে খুঁজিতে খুঁজিতে।।