মানুষ মানুষের জন্য (ভূপেন হাজারিকা) / Manush Manusher Jonya - Vupen Hazarika

মানুষ মানুষের জন্য (ভূপেন হাজারিকা)

মানুষ মানুষের জন্য
 জীবন জীবনের জন্য
 একটু সহানুভূতি কি
 মানুষ পেতে পারে না বন্ধু।।
 মানুষ মানুষকে পণ্য করে,
 মানুষ মানুষকে জীবিকা করে,
 পুরোনো ইতিহাস ফিরে এলে
 লজ্জা কি তুমি পাবে না বন্ধু।।
 বলো কি তোমার ক্ষতি
 জীবনের অথৈ নদী
 পার হয় তোমাকে ধরে
 দুর্বল মানুষ যদি।
 মানুষ যদি সে না হয় মানুষ
 দানব কখনো হয় না মানুষ
 যদি দানব কখনো বা হয় মানুষ

 লজ্জা কি তুমি পাবে না বন্ধু।।

No comments:

Post a Comment