test add

হৃদয়ের দাবি(সন্জীব চৌধুরী,কামরুজ্জামান কামু)/ Hridoyer Kotha(Sonjib Chowdhury, Kamrujjaman Kamu)

হৃদয়ের দাবি
সুরঃ সন্জীব চৌধুরী
কথা: কামরুজ্জামান কামু





আগুনের কথা বন্ধুকে বলি দুহাতে আগুন তারো
কার মালা হতে খসে পড়া ফুল রক্তের চেয়েও গাড়

যার হাতখানি পুড়ে গেলো বধু আচলে তাহার ঢাকো
আজ ও ডানাভাঙ্গা এক্ টি শালিক হৃদয়ের দাবি রাখো

একজন ডাকে দুরবরতীকে মাস্তুলখানি দোলে
মুক্তোর  লোভে কে হায় ডুবুরী ঝিনুকের মালা খোলে!

কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া গোধুলীর মায়া মাখো
আজ ও ডানাভাঙ্গা এক্ টি শালিক হৃদয়ের দাবি রাখো

পাতালের মেয়ে সুর্য চেনেনা আধারে তাহার ভাই
প্রজাপতি বলে বুকে নাও তারে আলোয় তারে সাজাই
কে তবে জ্বালায় ছায়ার শিখাটি কার মুখ চেয়ে থাকো
আজ ও ডানাভাঙ্গা এক্ টি শালিক হৃদয়ের দাবি রাখো
জলের ঝিয়ারি তিনভাগ জলে মিশিয়ে দিয়েছে বালি
বালি তাই ডাকে কাছে আয় তোরা পাতালে আগুন জ্বালি
পথ ছুটে যায় যার আঙ্গিনায় সেই পথ মেলে না কো
আজ ও ডানাভাঙ্গা এক্ টি শালিক হৃদয়ের দাবি রাখো
একজন ডাকে দুরবরতীকে মাস্তুলখানি দোলে
মুক্তোর লোভে কে হায়ডুবুরী ঝিনুকের মালা খোলে!
কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া গোধুলীর মায়া মাখো
আজ ও ডানাভাঙ্গা এক্ টি শালিক হৃদয়ের দাবি রাখো


হৃদয়ের দাবি(সন্জীব চৌধুরী,কামরুজ্জামান কামু)/ Hridoyer Kotha(Sonjib Chowdhury, Kamrujjaman Kamu)