test add

মাটিরও পিঞ্জিরার মাঝে (হাছন রাজা, সেলিম চৌধুরী)/ TMatir o pinjirar majhe (Hason Raja, Selim Chowdhury)

মাটিরও পিঞ্জিরার মাঝে
শিল্পীঃ হাছন রাজার, সেলিম চৌধুরী





মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে
মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে
মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে
লালে ধলায় হইলাম বন্দী পিঞ্জিরার ভিতরে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
মজবুতও পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া
উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া
কিসের দেশ কিসের খেশ কিসের মায়া দয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

হাছন রাজায় ডাকতো যখন ময়না আয় রে আয়
হাছন রাজা ডাকতো যখন ময়না আয় রে আয়
এমনও নিষ্ঠুরও ময়না আর কি ফিরা চায় রে

কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মাটিরও পিঞ্জিরার মাঝে (হাছন রাজা, সেলিম চৌধুরী)/ TMatir o pinjirar majhe (Hason Raja, Selim Chowdhury)


তোমার ইচ্ছে গুলো(কনা,আকাশ)/ TOMAR ICCHE GULO (KONA AND AKASSH) -LYRICS

তোমার ইচ্ছে গুলো
শিল্পীঃ কনা,আকাশ


তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো , 
আমার ভালো লাগা , ভালোবাসা , 
তোমায় দেবো আরো । - [ ২ বার ] 

তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো , 
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো । 
তোমার স্বপ্ন গুলো আমার চোখে 
হচ্ছে জড়সড় । 


তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো , 
আমার ভালো লাগা , ভালোবাসা , 
তোমায় দেবো আরো ।

তোমার আবেগ মাখা খামখেয়ালী 
আঁটছে আমার পিছু , 
আমার আসা যাওয়ার পথের বাঁকে 
পাইনি অন্য কিছু ।  - [ ২ বার ] 


তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো , 
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো । 
তোমার স্বপ্ন গুলো আমার চোখে 
হচ্ছে জড়সড় । 


তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো , 
আমার ভালো লাগা , ভালোবাসা , 
তোমায় দেবো আরো ।

আমার হৃদয় যেন বানভাসি হয় 
তোমার স্রোতের টাণে 
আমি তোমার কাছে যাবোই যাবো 
একলা থাকার দিনে । - [ ২ বার ] 


তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো , 
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো । 
তোমার স্বপ্ন গুলো আমার চোখে 
হচ্ছে জড়সড় । 


তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো , 
আমার ভালো লাগা , ভালোবাসা , 
তোমায় দেবো আরো ।


তোমার ইচ্ছে গুলো(কনা,আকাশ)/ TOMAR ICCHE GULO (KONA AND AKASSH)


Akasher oi mithi mithi tarar sathe(Kanak Capa/Nahid Niazi/Moslesh Uddin)/ আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে(কনক চাঁপা/নাহিদ নিয়াজী/মোসলেহ উদ্দীন)

আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
শিল্পীঃ কনক চাঁপা
মূল শিল্পীঃ নাহিদ নিয়াজী
সুরঃ মোসলেহ উদ্দীন





আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
নাইবা তুমি এলে
তোমার স্মৃতির পরশ ভরা
অশ্রু দিয়ে গাথবো মালা
নাইবা তুমি এলে
আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
নাইবা তুমি এলে
সেই শেফালীরও সনে চুপি চুপি কথা
মন বাতায়নে সুরের জাল গাথা
আধো লাজে আধো ভয়ে
আমি কিছু বলিনি তো
তুমি কিছু জান নি তো
না বলা না জানার ব্যাথা
রয়ে গেল মনে মনে
জীবনের এই নিভে যাওয়া প্রদীপটুকু নাইবা জ্বলে
নাইবা তুমি এলে
সেই হারানো দিনগুলি
যদি মনে পড়ে
ভুলে যেও ওগো সবই চিরতরে
আমার গোপন ব্যাথা
তুমি কভু জেনো নাকো
আমায় কভু চেয়ো নাকো
না জানা না চাওয়ার কথা
মুছে যাবে কোন ক্ষণে
সমাধির পরে মোর ঝরা বকুল মালা নাইবা দিলে
নাইবা তুমি এলে
তোমার স্মৃতির পরশ ভরা
অশ্রু দিয়ে গাথবো মালা
নাইবা তুমি এলে
আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা
নাইবা তুমি এলে



Akasher oi mithi mithi tarar sathe(Kanak Capa/Nahid Niazi/Moslesh Uddin)/ আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে(কনক চাঁপা/নাহিদ নিয়াজী/মোসলেহ উদ্দীন)

প্রিয় এমন রাত যেন(কাজী নজরুল ইসলাম)/Priyo emono raat jeno(Kazi Nazrul Islam)

প্রিয় এমন রাত যেন
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
অ্যালবামঃ মেহের নেগার





প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই
পরি চাঁপা ফুলের শাড়ি খয়েরী টিপ,
জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ,
মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই।।
তুমি আসিবে বলে সুদূর অতিথি
জাগে চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথি,
কভু ঘরে আসি কভু বাহিরে চাই।।
আজি আকাশে বাতাসে কানাকানি,
জাগে বনে বনে নব ফুলের বাণী,
আজি আমার কথা যেন বলিতে পাই।।

Priyo Emon raat jen jai na brithai
Pori capa fuler shari khoyeri tip
Jagi batauone jwali akhi prodip
Mala condono diye mor thala sajai.
Tumi asibe bole sudur otithi
Jage cader trisha loy krisna tithi
Kovu ghore aasi kobu bahire cai.
Aji akase batase kanakani
Jabe bole bole nobo fuler bani
Aji amar kotha jeno bolite pai.


প্রিয় এমন রাত যেন(কাজী নজরুল ইসলাম)/Priyo emono raat jeno(Kazi Nazrul Islam)

হৃদয়ের দাবি(সন্জীব চৌধুরী,কামরুজ্জামান কামু)/ Hridoyer Kotha(Sonjib Chowdhury, Kamrujjaman Kamu)

হৃদয়ের দাবি
সুরঃ সন্জীব চৌধুরী
কথা: কামরুজ্জামান কামু





আগুনের কথা বন্ধুকে বলি দুহাতে আগুন তারো
কার মালা হতে খসে পড়া ফুল রক্তের চেয়েও গাড়

যার হাতখানি পুড়ে গেলো বধু আচলে তাহার ঢাকো
আজ ও ডানাভাঙ্গা এক্ টি শালিক হৃদয়ের দাবি রাখো

একজন ডাকে দুরবরতীকে মাস্তুলখানি দোলে
মুক্তোর  লোভে কে হায় ডুবুরী ঝিনুকের মালা খোলে!

কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া গোধুলীর মায়া মাখো
আজ ও ডানাভাঙ্গা এক্ টি শালিক হৃদয়ের দাবি রাখো

পাতালের মেয়ে সুর্য চেনেনা আধারে তাহার ভাই
প্রজাপতি বলে বুকে নাও তারে আলোয় তারে সাজাই
কে তবে জ্বালায় ছায়ার শিখাটি কার মুখ চেয়ে থাকো
আজ ও ডানাভাঙ্গা এক্ টি শালিক হৃদয়ের দাবি রাখো
জলের ঝিয়ারি তিনভাগ জলে মিশিয়ে দিয়েছে বালি
বালি তাই ডাকে কাছে আয় তোরা পাতালে আগুন জ্বালি
পথ ছুটে যায় যার আঙ্গিনায় সেই পথ মেলে না কো
আজ ও ডানাভাঙ্গা এক্ টি শালিক হৃদয়ের দাবি রাখো
একজন ডাকে দুরবরতীকে মাস্তুলখানি দোলে
মুক্তোর লোভে কে হায়ডুবুরী ঝিনুকের মালা খোলে!
কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া গোধুলীর মায়া মাখো
আজ ও ডানাভাঙ্গা এক্ টি শালিক হৃদয়ের দাবি রাখো


হৃদয়ের দাবি(সন্জীব চৌধুরী,কামরুজ্জামান কামু)/ Hridoyer Kotha(Sonjib Chowdhury, Kamrujjaman Kamu)