test add

তোমাকে চাই, শুধু, তোমাকে চাই (এন্ড্রু কিশোর, আহমেদ ইমতিয়াজ বুলবুল)/Tomake cai sudhi tomake cai (Endreu Kishore, Ahmed Imtiaj Bulbul)


তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল




তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাঁধনহারা মনটা আমার, শাসন-বারণ মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ, আর কিছু তো জানে না
চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
সারাটি জীবন, ছায়ার মতন, আমার পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে, আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি, আমার মরণ তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই

তোমাকে চাই, শুধু, তোমাকে চাই (এন্ড্রু কিশোর, আহমেদ ইমতিয়াজ বুলবুল)/Tomake cai sudhi tomake cai (Endreu Kishore, Ahmed Imtiaj Bulbul)



আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে (এন্ড্রু কিশোর, হমেদ ইমতিয়াজ বুলবুল)/Amar buker moddhokhane (Ahmed Imtiaj Bulbul)


আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
শিল্পীঃ এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল



আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর ।।
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায় ।।
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়,
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে

 Amar buker moddhokhane (Endrew Kishore, Ahmed Imtiaj Bulbul)



এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে(খান আতাউর রহমান)/Ekhaca vangbo ami kemon kore (Shahnaj Rahmatullah)


এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।
শিল্পীঃ খান আতাউর রহমান
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান


এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।
দিকে দিকে বাজল যখন
শেকল ভাঙার গান
আমি তখন চোরের মত
হুজুর হুজুর করায় রত।
চাচা আপন বাঁচা বলে
বাঁচিয়েছি প্রাণ
আসলে ভাই একা একা
বাঁচার নামে আছি মরে
এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।।


Ekhaca vangbo ami kemon kore (Shahnaj Rahmatullah)



একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয় (শাহনাজ রহমতুল্লাহ, গাজী মাজহারুল আনোয়ার)/Ekbar Jete deena Amar cotto sonar gao (Shahnaj Rahmatullah, Gazi Majharul Anowar)


একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।
পিদিম জ্বালা সাঁজের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।
ফসল ভরা স্বপ্নঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।


Ekbar Jete deena Amar cotto sonar gao (Shahnaj Rahmatullah, Gazi Majharul Anowar)



এক নদী রক্ত পেড়িয়ে(শাহনাজ রহমতুল্লাহ, খান আতাউর রহমান)/Ek Nodi Rokto Periya (Shahnaj Rahmatullah, Khan Ataur Rahman)


এক নদী রক্ত পেড়িয়ে
শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান


এক নদী রক্ত পেড়িয়ে
বংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না
না না না শোধ হবে না
মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে
সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা
সে গানের মহিমা কোন দিন ম্লান হবে না
না না না ম্লান হবে না
হয়তবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে জ্ঞানী আর গুনিদের আসরে
তোমাদের কথা কেউ কবে না
তবু এই বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন ঋণ কোন দিন শোধ হবে না
না না শোধ হবে না
থাক ওরা পরে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে।
তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
মাঠে মাঠে কৃষাণের মুখে, ঘরে ঘরে কৃষাণীর বুকে
স্মৃতি বেদনার আখি নীড়ে
তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না
না না না শোধ হবে না


Ek Nodi Rokto Periya (Shahnaj Rahmatullah, Khan Ataur Rahman)



যারে যাবি যদি যা(বশীর আহমেদ, খান আতাউর রহমান)/Jare Jabi Jodi Jaa (Basir Ahmed, Khan Ataur Rahman)


যারে যাবি যদি যা
শিল্পীঃ বশীর আহমেদ
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান


যারে যাবি যদি যা
পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল
ভুলে গিয়েছি।।
যারে বাঁধন কেঁটে যা
যারে হৃদয় ভেঙ্গে যা।
শুনেছি খাঁচার পাখি
আপন হবার নয়
জানি রে জানি তোকে
ভালোবাসা ভালো নয়।
যারে আকাশে উড়ে যা
যারে পথ ভুলে যা
জানি রে এ জীবনে
তোকে পাবার নয়।
আকাশের ঠিকানা
খুঁজে পাবার কথা নয়।।


Jare Jabi Jodi Jaa (Basir Ahmed, Khan Ataur Rahman)



অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায় (বশীর আহমেদ)/Onek sadher moyna amar (Basir Ahmed)


অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায়
শিল্পীঃ বশীর আহমেদ
সুরকারঃ বশীর আহমেদ
গীতিকারঃ বশীর আহমেদ


অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায়
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।
আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাজে
বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে
গাইবে না সে গান আমারই দূর আকাশের গায়ে
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।
কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে
চিনেছিলাম দুজনারে কত আপন করে
মিলন মালা আজ খুলে গো যায় সে চলে যায়।।


Onek sadher moyna amar (Basir Ahmed)



কথা বলো না বলো ওগো বন্ধু (ফেরদৌসী রহমান,বশীর আহমেদ)/Kotha bolo na bolo ogo bondhu(Ferdousi Rahman, Basir Ahmed)


কথা বলো না বলো ওগো বন্ধু
শিল্পীঃ ফেরদৌসী রহমান
সুরকারঃ বশীর আহমেদ
গীতিকারঃ শহীদুল ইসলাম


কথা বলো না বলো ওগো বন্ধু
ছায়া হয়ে তবু পাশে রইবো ও ও ও।।
আমি অভাগিনী শুধু যে তোমারই
যতই ব্যাথা দিবে সইবো।।
ছায়া হয়ে তবু পাশে রইবো
আমি কাদি শুনে হাসে বিশ্ব
কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব।
কত বেদনা, কত বেদনা সয়েছে হৃদয়
কেমনে তোমায় আমি কইবো
ছায়া হয়ে তবু পাশে রইবো
কেন আমি অসহায়া জানি না
নিয়তির এ লেখা না না আমি মানি না।
মন বলে গো, মন বলে গো জীবনে কভু
তোমারই শুধু আমি হইবো।।



Kotha bolo na bolo ogo bondhu(Ferdousi Rahman, Basir Ahmed)

ওগো আমার সুন্দর মানুষ(কনকচাঁপা,আহমেদ ইমতিয়াজ বুলবুল)/Ogoo amar sundor manus (Konok Capa, Ahmed Imtiaz Bulbul)


ওগো আমার সুন্দর মানুষ
শিল্পীঃ কনকচাঁপা
সুরকার-গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল


ওগো আমার সুন্দর মানুষ,
একটা কথা শোন

তুমি বিনা আমার তো,
নাই গতি কোন
তুমি আমার জানের জান,
করো না অভিমান..
ভালবেসে দিতে পারি,
তোমায় আমি এই প্রান..
দোহায় লাগে সুন্দর মানুষ,
একটা কথা মান

তুমি আমার বিনা আমার তো.
নাই গতি কোন
করো না অবহেলা,
দিও না এত জ্বালা..
মরে গেলে বলো তোমায়,
কে পড়াবে মালা

এখন থেকে মিলনের ক্ষন,
শুধুই তুমি গোন,
তুমি বিনা আমার তো,
নাই গতি কোন



Ogoo amar sundor manus (Konok Capa, Ahmed Imtiaz Bulbul)

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না (রুনা লায়লা)/Ei Bristi veja raate cole jeona (Runa Laila)


এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
শিল্পীঃ রুনা লায়লা


এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে।
আমায় তুমি ফেলে যেও না।।
এতদিন পরে কাছে এলে
ওগো এখনি কেন যাবে চলে
এ হৃদয় জুড়ে পিয়াসা
ভেঙ্গে দিওনা আমার এ আশা
ভালো যদি আমায় নাই বাসো একটু করো করুণা।।
জীবনের আকাঁবাকাঁ পথে
ও গো কে রবে তোমার সাথে সাথে
সবাই যখন চলে যাবে
তবু আমায় তখন কাছে পাবে
তুমি ছাড়া জীবনে
আর তো কিছুই চাইবো না।।

 Ei Bristi veja raate cole jeona (Runa Laila)


একাত্তরের মা জননী,কোথায় তোমার (আগুন, রুনা লায়লা, আহমেদ ইমতিয়াজ বুলবুল) / Ekattor er Maa Jononi (Agun, Runa Laila, Ahmed Imtiaz Bulbul)


একাত্তরের মা জননী, কোথায় তোমার
শিল্পীঃ আগুন, রুনা লায়লা
সুরকার-গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল


একাত্তরের মা জননী, কোথায় তোমার
মুক্তি সেনার দল।
যারা অস্ত্র হাতে ধরেছিলো,
মাগো তোমার তরেই মরেছিলো।
ও মা যাদের ভয়ে পালিয়েছিলো শত্রু সেনার দল।
………. মা!
একাত্তরের মা জননী . . .
আজো কেনো তোমার বুকে জ্বলছে আগুন,
চলছে গুলি, মরছে মানুষ।
জবাব তোমায় দিতেই হবে মাগো,
জবাব তোমায় দিতেই হবে মা।
সন্ত্রাসীদের হাতে কেনো জিম্মি তুমি,
স্বদেশ আমার মাতৃভূমি।
জবাব তোমায় . . .
কেনো বিদ্যালয়ে ফুটছে বোমা,
এই কি পেলাম শিক্ষা ও মা।
লাঞ্ছিত আজ শিক্ষা গুরু,চোখে দুঃখের জল।
……….. মা ।
আজো কেনো তোমার বুকে ঘুরছে তারা,
একাত্তরের দালাল যারা।
জবাব তোমায় . . .
লাখো লাখো শহীদ কেনো রক্ত দিলো,
এই কি তাদের স্বপ্ন ছিলো।
জবাব তোমায় . . .
ও মা রক্তে ভেজা এই না মাটি,
জীবন দিয়ে রাখবো খাটি।
শপথ নিলাম আজকে তরুণ ছাত্র-ছাত্রী দল।
………..মা।
একাত্তরের মা জননী . . .



Ekattor er Maa Jononi (Agun, Runa Laila, Ahmed Imtiaz Bulbul)

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয় (আইয়ূব বাচ্চু/আগুন)/ amar shopno gulo keno shopno hoy (Ayub Bacchu/ Agun)


আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
সুরকারঃ আইয়ূব বাচ্চু
গীতিকারঃ আগুন


আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়।।
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়
আ হাহাহা হাহাহা লালা লালা……
আশার সমাধি ঘিরে সেই
পাখি আজও গান গায়
একাকি হেঁটে চলেছি আমি
হৃদয় মরুর আঙ্গিনায়
এক সুখের বৃষ্টি এসেছিল
ক্ষনে ক্ষনে তাই মনে হয়
আ হাহাহা হাহাহা লালা লালা……
কাব্য কবিতার ঘিরে
সত্যি মিথ্যার স্থান পায়
আমার আকাশের সব মেঘগুলো
দুখের বৃষ্টি হয়ে ঝরে যায়
বেদনার দুচোখ জুড়ে ক্লান্তি
সব কিছু অভিনয় মনে হয়।।


Amar shopno gulo keno shopno hoy (Ayub Bacchu/ Agun)

বায়স্কোপ (বাপ্পা মজুমদার/সঞ্জীব চৌধুরী)/ BIOSCOPE (Bappa Majumdar/ Sanjeeb Chowdhury)


বায়স্কোপ
সুরকারঃ বাপ্পা মজুমদার/ সঞ্জীব চৌধুরী
গীতিকারঃ কামরুজ্জামান কামু 


তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

ডাইনে তোমার চাচার বাড়ী
বায়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।।

অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়
অপূর্ব সে তোমার চোখ,
অমন পলক ফেলতে তো কেউ পারেনা।।

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোন দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ,
মন হারালেও মনের মানুষ হারে না।।

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা।।
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।। 



BIOSCOPE (Bappa Majumdar/ Sanjeeb Chowdhury)

তোমার ভাজ খুলো আনন্দ দেখাও(সঞ্জীব চৌধুরী)/ Tomar vaj kholo ananda dekhao(Sanjib Chowdhury)


তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
          .......শিল্পীঃ সঞ্জীব চৌধুরী


তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।।
যে বাক্য অন্তরে ধরি
নাই দাড়ি তার নাই কমা
ভাজ খুলো আনন্দ দেখাও
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
তীর্থে তীর্থে বেড়াই ঘুরি
পন্থে পন্থে বেড়াই ঘুরি।।
মনকে বেকা তেড়া করি। ।
মনের মেঘতো সরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।
দাড় টেনেছি দাড়ির সঙ্গে
তীর ভেঙেছি তারই রঙে ।।
কী বিভঙ্গ নারীর অঙ্গে ।।
পুষ্পে মধু ধরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।
বর্ষা দেখাও, গ্রীষ্ম দেখাও
শীত বসন্ত শরত দেখাও ।।
স্বরব্যঞ্জণ বর্ণ শেখাও ।।
উম ছাড়া শীত মরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।।
যে বাক্য অন্তরে ধরি
নাই দাড়ি তার নাই কমা
ভাজ খুলো আনন্দ দেখাও
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও