test add

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া (রাধারমণ) / Kare Dekhabo Moner Dukkho goo ami buk ciriya (Radharomon)






শিল্পীঃ সেলিম চৌধুরী
সুরকারঃ বিদিত লাল দাস
গীতিকারঃ রাধারমণ

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।

ঘর বাঁধলাম প্রাণবন্ধের সনে
কত কথা ছিল মনে গো।।
ভাঙ্গিল আদরের জোড়া।।
কোনজন বাদী হইয়া।
জ্বলে গইয়া গইয়া।

কার ফলন্ত গাছ উখারিলাম
কারে পুত্র শোকে গালি দিলাম গো,
না জানি কোন অভিশাপে
এমন গেল হইয়া।
জ্বলে গইয়া গইয়া।

কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো।।
রাধারমন ভবে রইল ।।
জিতে মরা হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।


Kārē dēkhābō manēra duḥkha gō āmi buka ciriẏā
antarē tuṣēra'i anala jbalē ga'iẏā ga'iẏā.

Ghara bām̐dhalāma prāṇabandhēra sanē
kata kathā chila manē gō..
Bhāṅgila ādarēra jōṛā..
Kōnajana bādī ha'iẏā.
Jbalē ga'iẏā ga'iẏā.

Kāra phalanta gācha ukhārilāma
kārē putra śōkē gāli dilāma gō,
nā jāni kōna abhiśāpē
ēmana gēla ha'iẏā.
Jbalē ga'iẏā ga'iẏā.

Kathā chila saṅgē niba
saṅgē āmāẏa nāhi nila gō..
Rādhāramana bhabē ra'ila..
Jitē marā ha'iẏā.
Jbalē ga'iẏā ga'iẏā.
Kārē dēkhābō manēra duḥkha gō āmi buka ciriẏā,
antarē tuṣēra'i anala jbalē ga'iẏā ga'iẏā.

No comments:

Post a Comment