test add

সে যে বসে আছে (অর্নব) - Se je bose ache (Ornob)



শিরোনামঃ সে যে বসে আছে

কন্ঠঃ সায়ান চৌধুরী অর্নব



কথাঃ সাহানা বাজপেয়ী


সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন

সে যে বসে আছে – অর্নব ডাউনলোড লিঙ্কঃ (Se je bose ache –Ornob Download link)



Se je bose ache  (Google Phonetic)

                ----- Shayan Chowdhury Arnob

Sē yē basē āchē ēkā ēkā
raṅina sbapna tāra bunatē
sē yē cēẏē āchē bharā cōkhē
jānālāra phām̐kē mēgha dharatē
sē yē basē āchē ēkā ēkā
raṅina sbapna tāra bunatē
sē yē cēẏē āchē bharā cōkhē
jānālāra phām̐kē mēgha dharatē
tāra guna guna manēra gāna bātāsē uṛē kāna pātō manē pābē śunatē
tāra raṅēra tulira nācē mēghērā chuṭē cōkha mēla yadi pāra bujhatē
tāra guna guna manēra gāna bātāsē uṛē kāna pātō manē pābē śunatē
tāra raṅēra tulira nācē mēghērā chuṭē cōkha mēla yadi pāra bujhatē

sē yē basē āchē ēkā ēkā
tāra sbapnēra kārakhānā calēchē
āra buṛō buṛō mēghēdēra dala
br̥ṣṭi nāmāra tāla gunachē
sē yē basē āchē ēkā ēkā
tāra sbapnēra kārakhānā calēchē
āra buṛō buṛō mēghēdēra dala
br̥ṣṭi nāmāra tāla gunachē
sē'i guna guna manēra gāna br̥ṣṭi nāmāẏa ṭapa ṭapa ṭapa phōṭā paṛē anēka kṣaṇa
sē'i br̥ṣṭi bhējā mōrē ḍāka diẏēchē bhējā kāka haẏē thāka āmāra mana
sē'i guna guna manēra gāna br̥ṣṭi nāmāẏa ṭapa ṭapa ṭapa phōṭā paṛē anēka kṣaṇa
sē'i br̥ṣṭi bhējā mōrē ḍāka diẏēchē bhējā kāka haẏē thāka āmāra mana

No comments:

Post a Comment