test add

মানুষ ধর মানুষ ভজ----[রশীদ উদ্দীন, বারী সিদ্দিকী] / Manus Dhoro Manus Vojo (Bari Siddique)

মানুষ ধর মানুষ ভজ
        --------------------------রশীদ উদ্দীন

মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন।
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন।।
মানুষ কি আর এমনি বটে
যার চরণে জগত লুটে
এই না পঞ্চ ভূতের ঘটে
খেলিতেছে নিরাঞ্জন।
চৌদ্দ তালার উপরে দালান
তার ভিতরে ফুলের বাগান।
লাইলী আর মজনু দেওয়ান
সুখেই করে যে আসন।।
দুই ধারে দুই কঠোরা
হায়াত মওত মাইঝখানে
সময় থাকতে উঠরে ত্বরা
নিকটেতে কালসমন।
সোনার পুরী আন্ধার করে
যেদিন পাখি যাবে উড়ে
শূণ্য খাঁচা থাকবে পড়ে
কে করবে আর কার যতন।।
তালাশে খালাশ মেলে
তালাস করে রঙমহলে
উঠিয়া হাবলঙের কূলে
চেয়ে থাকব সর্বক্ষণ।
দেখিবে হাবলঙের কূলে
দুইদিকেতে অগ্নি জ্বলে
ভেবে রশিদউদ্দিন বলে
চমকিছে স্বর্ণের মতন হবে।।

No comments:

Post a Comment