test add

আমি একটা জিন্দা লাশ (বারী সিদ্দিকী) / Ami Ekta Jinda Lash - Bari Siddique

আমি একটা জিন্দা লাশ
--------------------বারী সিদ্দিকী


আমি একটা জিন্দা লাশ
কাটিস না রে জংলার বাঁশ
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না
আমি পীড়িতের অনলে পোড়া
মরার পরে আমায় পুড়িস না
তোরা - মরার পরে আমায় পুড়িস না।।

প্রেমে পোড়া যায় না চেনা
দেইখা শুধু মুখ
চেনা যায় যার জীবনে নাই
একটুখানি সুখ
হায়রে একটুখানি সুখ!
আমি যদি যাইগো মরে
আমার লাশটা বুকে ধরে (২)
আমার লাইগা বন্ধু তোরা
কান্না জুড়িস না.....
আমি পীড়িতের অনলে পোড়া
মরার পরে আমায় পুড়িস না
তোরা - মরার পরে আমায় পুড়িস না

বুকের মারল অন্তর
সর্বহারা শোক
আমার মতো কষ্ট যেন
পায় না কোন লোক
হায়রে - পায়না কোন লোক
মনেরে বুঝাইলাম কত
হইল না যে মনের মত (২)
মিছে আশায় তারই পিছে
মন আর ঘুরিস না.....
আমি পীড়িতের অনলে পোড়া
মরার পরে আমায় পুড়িস না
তোরা - মরার পরে আমায় পুড়িস না।।


2 comments:

  1. লেখক কে এই গানের, জনাবেন

    ReplyDelete
  2. দেলোয়ার আরজুদা শরফ

    ReplyDelete