test add

আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো [বশীর আহমেদ] - Amake Porate Jodi Eto Lage Valo

আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো

শিল্পীঃ বশীর আহমেদ
সুরকারঃ খান আতাউর রহমান

গীতিকারঃ খান আতাউর রহমান



আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি
দিয়েছো আঘাত যতো, সবই তার সয়েছি
নিঠুর ওগো, তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছি ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
এ হৃদয় ধূপসম তোমারি জ্বালায়
যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়
কিছু তার সুরভি, কিছু তার বেদনা
পড়বে তোমার মনে, যেখানেই থাকো না।

সেদিনের সে স্মৃতি, জানি গো তোমার মনে জ্বালবে না আলো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।


কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না [সাবিনা ইয়াসমিন / সৈয়দ আব্দুল হাদী] / Kew Kono din amareto kotha dilona [Sabina Yasmin/ Abdul Hadi]

কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না
-------------সাবিনা ইয়াসমিন/ সৈয়দ আব্দুল হাদী
            কথাঃ আমজাদ হোসেন
           সুরঃ আলাউদ্দিন আলী



কি করে বলিব আমার মনে বড় জ্বালা
মনে বড় জ্বালা
কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না
বিনি সুতার মালাখানি গাঁথা হইলো না।।
এই জ্বালা যে এমন জ্বালা
যায় না তারে বলা
বুঝতে গেলে সোনার অঙ্গ পুড়ে হবে কালা
লালন মরলো জল পিপাসায়
থাকতে নদী মেঘনা
(আমার) হাতের কাছে ভরা কলস

তৃষ্ণা মেটানা।।
ভালোবাসার অপরাধে হয়েছিলাম দোষী
তাই বলে কি থেমেছিলোবলো
তাই বলে কি থেমেছিলো কদম তলার বাঁশী
দংশীলে পিরিতের বিষে
ওঝা মেলে নারে
এই মরণ যে সুখের মরণ
দেখলাম জনম ভরে।।

এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে - বারী সিদ্দিকী/ Ei prithibi jemoni ache - Bari Siddique

এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে
-----------------------বারী সিদ্দিকী



এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
সেই নগত তলব তাগিত পত্র নেমে আসবে যবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ।।
হোক না কেন যত বড় রাজা-জমিদার
পাকা-বাড়ি ঝুঁড়ি-গাড়ি ঘড়ি-ট্রেনজিষ্টার
তখন থাকবেনা আর কোন অধিকার বিষয়-বৈভয় ভবে ।।
চন্দ্র-সূর্য গ্রহ-তারা আকাশ-বাতাস জল
যেমন আছে তেমনি সবি রইবে অবিকল
মাত্র আমি আর রইব না কেবল জনপূর্ণ ভবে ।।
শব্দ-স্পর্শ রূপ-রস গন্ধ বন্ধ হলে যেন
এই পৃথিবীর অস্তিত্ববোধ রইবেনা আর হেন
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পরবে কবে ।।


শুয়াচান পাখি আমার শুয়াচান পাখি---বারী সিদ্দিকী / Suwacan Pakhi - Bari Siddque

শুয়াচান পাখি আমার শুয়াচান পাখি
--------------------বারী সিদ্দিকী

শুয়াচান পাখি আমার শুয়াচানপাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।।

তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি,
আজ কেন হইলে নীরব
মেলো দুটি আঁখি।।

বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।।


তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী,
হঠাত করে চলে গেলে
বুঝলাম না চালাকিরে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।।

আমার গায়ে যত দুঃখ সয় - (বারী সিদ্দিকী) / Amar Gaye Joto Dukkho Soy - (Bari Siddique)

আমার গায়ে যত দুঃখ সয়
-------------বারী সিদ্দিকী

আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়।।
নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষী কেউ ছিলনা সেসময়।
সাক্ষী শুধু চন্দ্র-তারা,
একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু
ত্রিভুবনের বিচার যেদিন হয়।।
নিঠুর বন্ধু রে, দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিনও না লইলে খবর
এইকি তোমার প্রেমের পরিচয় ও বন্ধুরে।
কি জানি কি আশা দিয়া
কেন বা প্রেম শিখাইলা রে বন্ধু
দূরে থাকা উচিত কি আর হয়।।
(
পাষাণ বন্ধুরে) নিঠুর বন্ধুরে, বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিকি দিয়া
করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে।
উকিলের হয়েছে জানা
কেবলই সুরের কারখানা রে বন্ধু
চোরে চোরে বেওয়াইয়ালা হয়।।


আমি একটা জিন্দা লাশ (বারী সিদ্দিকী) / Ami Ekta Jinda Lash - Bari Siddique

আমি একটা জিন্দা লাশ
--------------------বারী সিদ্দিকী


আমি একটা জিন্দা লাশ
কাটিস না রে জংলার বাঁশ
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না
আমি পীড়িতের অনলে পোড়া
মরার পরে আমায় পুড়িস না
তোরা - মরার পরে আমায় পুড়িস না।।

প্রেমে পোড়া যায় না চেনা
দেইখা শুধু মুখ
চেনা যায় যার জীবনে নাই
একটুখানি সুখ
হায়রে একটুখানি সুখ!
আমি যদি যাইগো মরে
আমার লাশটা বুকে ধরে (২)
আমার লাইগা বন্ধু তোরা
কান্না জুড়িস না.....
আমি পীড়িতের অনলে পোড়া
মরার পরে আমায় পুড়িস না
তোরা - মরার পরে আমায় পুড়িস না

বুকের মারল অন্তর
সর্বহারা শোক
আমার মতো কষ্ট যেন
পায় না কোন লোক
হায়রে - পায়না কোন লোক
মনেরে বুঝাইলাম কত
হইল না যে মনের মত (২)
মিছে আশায় তারই পিছে
মন আর ঘুরিস না.....
আমি পীড়িতের অনলে পোড়া
মরার পরে আমায় পুড়িস না
তোরা - মরার পরে আমায় পুড়িস না।।


মানুষ ধর মানুষ ভজ----[রশীদ উদ্দীন, বারী সিদ্দিকী] / Manus Dhoro Manus Vojo (Bari Siddique)

মানুষ ধর মানুষ ভজ
        --------------------------রশীদ উদ্দীন

মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন।
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন।।
মানুষ কি আর এমনি বটে
যার চরণে জগত লুটে
এই না পঞ্চ ভূতের ঘটে
খেলিতেছে নিরাঞ্জন।
চৌদ্দ তালার উপরে দালান
তার ভিতরে ফুলের বাগান।
লাইলী আর মজনু দেওয়ান
সুখেই করে যে আসন।।
দুই ধারে দুই কঠোরা
হায়াত মওত মাইঝখানে
সময় থাকতে উঠরে ত্বরা
নিকটেতে কালসমন।
সোনার পুরী আন্ধার করে
যেদিন পাখি যাবে উড়ে
শূণ্য খাঁচা থাকবে পড়ে
কে করবে আর কার যতন।।
তালাশে খালাশ মেলে
তালাস করে রঙমহলে
উঠিয়া হাবলঙের কূলে
চেয়ে থাকব সর্বক্ষণ।
দেখিবে হাবলঙের কূলে
দুইদিকেতে অগ্নি জ্বলে
ভেবে রশিদউদ্দিন বলে
চমকিছে স্বর্ণের মতন হবে।।

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি(আবদুর রহমান বয়াতি) / Mon Amar Deho Ghori (Abdur Rahaman Boyati)

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
শিল্পীঃ আবদুর রহমান বয়াতি
সুরকারঃ আবদুর রহমান বয়াতি
গীতিকারঃ আবদুর রহমান বয়াতি





একটি চাবি মাইরা দিলা ছাইড়া
জনম ভরে চলিতেছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্রী বানাইয়াছে
থাকের (মাটির) একখান কেস বানাইয়া মেশিন দিল তার ভিতর
ওরে রং বেরং এর বার্নিশ করা দেখতে ঘড়ি কি সোন্দর
ঘড়ির তিন পাটে তে গড়ন সারা
এই বয়লারের মেশিনের গড়া
তিনশো ষাটটি স্ক্রুপ মারা, ষোলজন পাহারা আছে
ঘড়ি হাইস্পিডিং ফ্যাপসা পেচিং লিভার হইলো কলিজায়
ছয়টি বলে আজব কলে দিবানিশি প্রেম খেলায়
ঘড়ির তিন কাঁটা বারো জুয়েলে, মিনিট কাঁটা হইল দিলে
ঘন্টার কাটা হয় আক্কেলে, মনটারে সেকেন্টে দিসে
ঘড়ির কেসটা বত্রিশ চাকের, কলে কব্জা বেসুমার
দুইশ ছয়টা হাড়ের জোড়া বাহাত্তর হাজার তার
ও মন, দেহঘড়ি চৌদ্দতলা, তার ভিতরে দশটি নালা,
একটা বন্ধ নয়টা খোলা গোপনে এক তালা আছে।
দেখতে যদি হয় বাসনা চলে যাও ঘড়ির কাছে
যার ঘড়ি সে তৈয়ার করে ঘড়ির ভেতর লুকাইছে
পর্দারও সত্তুর হাজারে
তার ভিতলে লড়ে চড়ে
জ্ঞান নয়ন ফুটলে পরে দেখতে পারবেন চোখের কাছে;
ওস্তাদ আলাউদ্দিনে ভেবে বলছেন,
ওরে আমার মনবোকা;
বাউল রহমান মিয়ার কর্মদোষে হইল না ঘড়ির দেখা
আমি যদি ঘড়ি চিনতে পারতাম,
ঘড়ির জুয়েল বদলাইতাম,
ঘড়ির জুয়েল বদলাইবো
কেমন যাই মিস্ত্রীর কাছে?
মন আমার দেহঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্রী বানাইছে