test add

ডাক দিয়াছেন দয়াল আমারে (এন্ড্রু কিশোর) - Dak diyachen doal amare (Andru Kishore)

ডাক দিয়াছেন দয়াল আমারে
শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মোঃ মনিরুজ্জামান মনির




ডাক দিয়াছেন দয়াল আমারে
 রইবনা আর বেশী দিন তোদের মাজারে
 হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
 রইবনা আর বেশী দিন তোদের মাজারে
 হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।

আমি চলতে পথে দুদিন থামিলাম
 ভালোবাসার মালা খানি গলে পরিলাম
 আমি গলে পরিলাম।
  আমি চলতে পথে দুদিন থামিলাম
 ভালোবাসার মালা খানি গলে পরিলাম
 আমার সাধের মালা
 আমার সাধের মালা যায়রে ছিড়ে
 রইবনা আর বেশী দিন তোদের মাজারে
 হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

অমি কত জনে কত কি দিলাম
 যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
 আমি দেখা না পাইলাম।
  অমি কত জনে কত কি দিলাম
 যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
 আমার সংগের সাথী
 আমার সংগের সাথী কেউ হলো না রে
 রইবনা আর বেশী দিন তোদের মাজারে
 হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
 রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

————— এন্ড্রু কিশোর

No comments:

Post a Comment