test add

চোখের জলের হয়না কোনো রঙ (কিশোর কুমার)

Cokher Joler hoy na kono rong (Kuman Sanu)

চোখের জলের হয়না কোনো রঙ
 তবু কত রঙের ছবি আছে আঁকা
 দেখতে গিয়ে হারিয়ে গেলাম
 দেখতে গিয়ে হারিয়ে গেলাম
 গহীন আঁধার পথে আঁকা বাঁকা

স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
 তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে
 ফুলে ভরা সবুজ মনের আকাশ
 ধোঁয়ায় ঢাকা

ভাঙা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
 পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়ে গেল
 কুড়িয়ে তোমার আচলেতে বেঁধে দিতে চাই
 নতুন কোন স্বর্গ দেব কোথায় খুঁজে পাই
 তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে
 নিও পাখা

————–কিশোর কুমার

No comments:

Post a Comment